ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০১:৫৫ পিএম
জামিনের পর ফের গ্রেপ্তার ডন
ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে কারাগারের ফটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি দৈনিক ভোরের আকাশকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসিফ হোসেন ডনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর সন্ধ্যার দিকে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান আহমেদ সাগরকে হত্যা, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলার আসামি।
গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৫ ডিসেম্বর আদালত জামিন দিলে আবারও পালিয়ে যান তিনি।
গত ২ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় ডনকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভোরের আকাশ/এসএইচ