চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ০৩:১৯ পিএম
মোল্লাহাটে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ
বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাড. ওহিদুজ্জামান দিপু, বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদসামগ্রী উপহার হিসেবে পাঞ্জাবি, লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন।
বৃহস্পতিবার চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ ঈদসামগ্রী নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোমিনুল হক টুলু বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান অপু তালুকদার, যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সী, বিএনপি নেতা শেখ জাহিদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক হুসাইন বিশ্বাস, সদস্য সচিব শেখ আসাদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা তাতী দল নেতা রাজীব বাইকসহ বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ