পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৭:৩৩ পিএম
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়কের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সোবহানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি কলেজ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুস সোবহানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তাঁর স্মৃতি এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ