ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৩:১৫ পিএম
সরাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২৩) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকার মো. আকবার আলীর ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রাকে থাকা চারজন গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক ফাহাদকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ