কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৩:০৬ পিএম
ধনু নদীতে পাওয়া গেল ১২ কেজির বিশাল কাতল মাছ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি কাতল মাছ।
মঙ্গলবার (২০ মে) সকালে ইটনা উপজেলার বাজারের সামনে ধনু নদীতে এই মাছটি ধরা পড়ে। যা পুরো এলাকায় হইচই ফেলে দিয়েছে।
স্থানীয় জেলে আনোয়ার হোসেন জানান, সকাল বেলা যখন জাল তুলছিলাম, তখনই টান বুঝে মনে হলো বড় কিছু ধরা পড়েছে। তুলতেই দেখি বিশাল এক কাতল মাছ!
মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে মাছটি স্থানীয় বাজারে প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি হয় বলে জানা গেছে।
মাছ ব্যবসায়ীক সাত্তার মিয়া জানন, ধনু নদীতে মাঝে মাঝে বড় মাছ ধরা পড়ে, তবে এত বড় কাতল মাছ বহুদিন পর দেখা গেল।
ভোরের আকাশ/এসএইচ