ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৯:৩৬ পিএম
কসবায় অর্ধশত বোতল বিদেশি মদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অর্ধশত বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাজী শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪৫ মিনিটে কসবা থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার বাড়ির উঠান থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ ৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। কুইয়াপানিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে বাহার মিয়া প্রকাশ্যে বাহরাম, অপর আসামি আকবপুর গ্রামের রোকন মিয়ার ছেলে রিপন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাদের জানান, পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ