নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৬:০১ পিএম
নেত্রকোনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
নেত্রকোনায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে কিশোর রাব্বি মিয়া (১৮) ও দুর্গাপুরের চিনাকুরি বিলে বজ্রপাতে দুইটি গরু মারা গেছে। গতকাল বুধবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর রাব্বি মিয়া নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে ।
জানা গেছে, বুধবার সকালে রাব্বি মিয়া বাড়ির সামনে বাদাম ক্ষেতে বাদাম তুলতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বৃস্টি কিছুটা কমলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় সিধলী বাজারে উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে একইদিন সকাল ১১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেতাপাড়া গ্রামের বর্গা চাষী জামাল মিয়ার গরু চীনাকুড়ি বিলে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে দুটি গরু মারা যায়। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
নেত্রকোনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, বজ্রপাতে রাব্বি মিয়া নামে একজন মারা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বর্গা চাষী জামাল মিয়ার গরু দুইটি বজ্রপাতে মারা গেছে। ওই কৃষককে সরকারী সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/এসআই