ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫ ০৮:৫৩ এএম
শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব
উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম সাংবাদিক সংগঠন ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ মে) রাত ৯টায় শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে আহবায়ক হিসেবে সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু ও ইনকিলাব প্রতিনিধি শিহাব মল্লিককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে শৈলকুপায় কর্মরত সকল সাংবাদিক সংগঠনের সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনার মাধ্যমে ৩ মাস মেয়াদী এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আহবায়ক কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি আলমগীর অরণ্য, ভোরের সময়ের মুন্সী রবিউল ইসলাম, স্পন্দন পত্রিকার মাসুদুজ্জামান লিটন, আলোকিত বাংলাদেশের এইচ এম ইমরান, খবরপত্রের চঞ্চল মাহমুদ, বাণিজ্য প্রতিদিনের রাজিবুল ইসলাম রাজিব ও সময়ের সমীকরণের শাহিদুজ্জামান।
ভোরের আকাশ/আজাসা