কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৯:৫৯ এএম
১৪০০ কেজির ‘ময়না’কে নিয়ে কৃষকের স্বপ্ন
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রায়টুটি ইউনিয়ন পচাশিয়া গ্রামের কৃষক এজাহারের সোনালি স্বপ্ন দুলছে তার ষাঁড় গরু আদরের ‘ময়না’কে নিয়ে। এবারও আসন্ন কুরবানীর ঈদ ঘিরে তার এই স্বপ্ন বোনা।
জানা যায়, ১নং রায়টুটি ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের তোতা চেয়ারম্যানের ছেলে এজাহার ২০২০ সাল থেকে প্রিজিয়াম জাতের একটি ষাঁড় গরুর বাচ্চা লালন পালন করে আসছেন। শখ করে ষাঁড় গরুর একটি নামও রেখেছেন- ‘ময়না’। ‘ময়না ময়না..’ নামে ডাক দিলেই ছুটে আসে এজাহারের কাছে গরুটি। নিজের সন্তানকে যেভাবে লালন পালন করে থাকেন, সেভাবেই তার পশু প্রাণী আদরের ময়না কেও লালন পালন করেন। দেশিয় খাবার কুড়া-ভুষি, খর-ঘাস খাইয়ে বড় করে তুলেছেন গুটিকে। বর্তমানে এই ষাঁড় গরুর উচ্চতা সাত ফুট, দৈর্ঘ্য ৮ ফুট, ওজন ১৪০০ কেজি।
জানা যায়, কালো রঙের ময়নাকে প্রতিদিনেই দূরদুরান্ত থেকে দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমায় এজাহারের বাড়িতে। অনেকে ময়নাকে দেখে অবাক হয়ে যান- কীভাবে সম্ভব হয়েছে এত বিশাল ষাঁড় গরু পোষ মানানো! আকারে দেখতে হাতির মতন। সত্যিই বলতে গেলে পুরো কিশোরগঞ্জবাসীকে তাক লাগিয়েছেন এজাহার। এমন মন্তব্য দর্শনার্থীদের।
গত কুরবানী ঈদের হাটে, এই ষাঁড়টি মূল্য হাঁকা হয়েছিল প্রায় ১০ লক্ষ টাকা, ন্যায্য মূল্য না পাওয়ায় আদরের ময়নাকে আর বিক্রি করেননি মালিক এজাহার। তবে এবারের কুরবানীর ঈদে ন্যায্য মূল্য পেলে বিক্রি করে দিবেন বলে ভোরের আকাশ প্রতিনিধিকে জানালেন ময়নার মালিক এজাহার।
ভোরের আকাশ/আজাসা