নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৪:৫৪ পিএম
নিয়ামতপুরে গরু মোটাতাজা করণের উপর প্রশিক্ষণ কোর্স
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গরু মোটাতাজা করণের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ মে) উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নিয়ামতপুর উপজেলা ব্যবস্থাপক জনাব ইমরান হোসেন মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা মুরশিদা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাবা সোয়াদ সুলতানা।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সিনিয়র মাঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা। দিনব্যাপী এই প্রশিক্ষণে গরু মোটাতাজাকরণ প্রযুক্তি, পুষ্টি ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/এসআই