মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৫:৫০ পিএম
মাগুরা জেলা বিএনপির প্রতিক্রিয়া
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এই রায়ের পর সারাদেশের মত মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস।
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ হাসান টগর এক প্রতিক্রিয়া বলেন, পতিত সরকারের সিটি কর্পোরেশন র্নিবাচনের ফলাফল ছিল সাজানো, এই রায়ের মাধ্যমে প্রতিয়মান হলো। আমি কতৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে মোঃ ইশরাক হোসেনের শপথ দেওয়ার জন্য।
এদিকে, বিএনপির আর এক জন সিনিয়র নেতা খান হাসান ইমাম সুজা জানান, এরায়ে খুশি, তবে স্বৈরাচার হাসিনা সরকারের সিটি কর্পোরেশন র্নিবাচন ফলাফল ছিল পাতানো তা রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই আমি আদালতের রায়ের দ্রুত কার্যকর করা দাবি জানাচ্ছি।
ভোরের আকাশ/এসআই