হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১২:৫৫ পিএম
জাতীয়ভাবে তেলিয়াপাড়া দিবস পালনের দাবি
হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে শুক্রবার তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ, মাধবপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান, ইউএনও মো. জাহিদ বিন কাশেম এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা ও দেশের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসকে জাতীয়ভাবে পালন এবং তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য যথাযথ সরকারি উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ ও দেবাশীষ রায় চৌধুরী, এএসপি সার্কেল এ কে এম সালিমুল হক, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছিল এক ঐতিহাসিক সামরিক বৈঠক, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভোরের আকাশ/এসএইচ