তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৪:১১ পিএম
তাড়াইলে সাংবাদিকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর ইউনিয়ন সাররং গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তাড়াইল উপজেলার যুগান্তর প্রতিনিধি মুকরামিন খান স্বাধীন। বর্তমানে গুরুতর আহত ওই সাংবাদিক তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ঘটনা সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়ন সাররং গ্রামে জোরপূর্বক সরকারি রাস্তায় গোয়াল ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত দখলের সংবাদ সংগ্রহ করায় এবং বাধা দেওয়ার কারণে এ ঘটনার সূত্রপাত ঘটে। এক পর্যায়ে রোববার সকাল ৮টায় ওই সাংবাদিক ছোট সন্তানকে মোটরসাইকেলের সামনে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়া সময় দুর্বৃত্তরা পিছন থেকে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা তার হাত থেকে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়াও কুপিয়ে বাম হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়।
আহত সাংবাদিক স্বাধীন ভোরের আকাশকে জানায়, ভাঙচুর করে তার মোটরসাইকেল, সঙ্গে থাকা টাকা ও ক্যামেরা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে এলাকাবাসী উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাংবাদিক গুরুতর অবস্থায় থাকায় মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ