ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ০১:৩০ পিএম
নাসিরনগর উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফখরুল ইসলাম উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল ফখরুল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে দৌঁড় দেন ফখরুল। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ফখরুল বিস্ফোরক মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ