টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৫:২৮ পিএম
টাঙ্গাইলে ৯ ডাকাত গ্রেফতার
টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ক্লুলেস দুর্ধর্ষ ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় ডাকাতিকৃত ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ডাকাতরা হলেনÑমামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন।
পুলিশ সুপার বলেন, গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে একটি ডাকাতীর ঘটনা ঘটে। পরে কর্তপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ আসামী আটক করার জন্য অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়। বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
ভোরের আকাশ/এসআই