সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫ ০৫:১৯ পিএম
সোনারগাঁয়ে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ মে) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ললাটি বাস স্ট্যান্ড থেকে একজন ও সোনারগাঁ আষাড়িয়ারচর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। অজ্ঞাত দুই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ মধ্যে হবে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ দুটির কোন পরিচয় পাওয়া যায়নি। সিআইডি ও পিবিআই তদন্ত করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় সনাক্তে পুলিশি কার্যক্রম চলছে।
ভোরের আকাশ/এসআই