জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১২:২২ পিএম
রাজবাড়ীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫১ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় দৌলতদিয়ার দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার মৃত সাহেব আলী ফকিরের ছেলে মো. জয়নাল ফকির (৪৫) এবং পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্প এলাকার হবি মোল্লার ছেলে মো. মজনু মোল্লা (৪৫)।
এসআই মো. রুস্তম আলীর নেতৃত্বে প্রথম অভিযানে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া বাজারের চেয়ারম্যান গলির সামনে থেকে জয়নাল ফকিরকে ২১ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই মো. আব্বাস উদ্দিনের নেতৃত্বে আরেকটি টিম নৌ-পুলিশ ক্যাম্পের পেছনের একটি গলি থেকে মজনু মোল্লাকে ৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ