মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১১:১৫ এএম
মাগুরায় জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন
মাগুরা জেলা শ্রীপুর উপজেলাধীন শ্রীকোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাট এলাকার মদিনা স্যানেটারী কারখানার সামনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা এবং সাবেক সেক্রেটারি মাওলানা মো. আমিরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর এম. হাসিবুর রহমান রিপন মোল্লা এবং সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মুজাফফর হোসেন মুন্না। উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা অলিউর রহমান, শ্রীপুর সদর ইউনিয়নের আমীর মাওলানা মো. ইনছান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মুক্তার হোসাইন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মো. শাজাহান আলী মোল্লা এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/আজাসা