পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ০৪:৫৪ পিএম
কাউখালীতে একরাতে ৫ বাড়িতে চুরি
পিরোজপুরের কাউখালী উপজেলায় একরাতে একই গ্রামের পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিঁধ কেটে ও দরজা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা জানান, ইলিয়াছ হোসেন, নাসির আকন, ইব্রাহীম শেখ, রসময় ঘরামী ও ইমরান শেখ-এই পাঁচজনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা গভীর রাতে সিঁধ কেটে ও দরজা খুলে ঘরে ঢুকে মালামাল চুরি করে।
ভুক্তভোগী নাসির আকন জানান, আমরা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আনুমানিক রাত সাড়ে ১১টায় ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে দেখি ঘরের পাশে সিঁধ কাটা। পরে খেয়াল করি মোবাইল ফোন, স্বর্ণের আংটি ও নগদ টাকা নেই।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ