রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৪২ পিএম
গোয়ালন্দে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ মো. তাওহিদ হোসেন প্রামানিক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বাড়ৈজুড়ী এলাকার আব্দুল লতিফ প্রামানিকের ছেলে।
বুধবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযানে চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারিজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সন্দেহজনক ঘোরাফেরা করায় তাওহিদকে তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ