পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৬:১৭ পিএম
পিরোজপুর শহরের সৌন্দর্য বর্ধনে নতুন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
পিরোজপুর শহরের পৌরসভার সৌন্দর্য বর্ধন ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ড্রেন, ফুটপাত, রাস্তা এবং সড়কবাতি নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১১ টায় বিশ্ব ব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) বাস্তবায়নে এবং কোভিড-১৯ প্রকল্পের আওতায় নেওয়া বিশেষ কর্মসূচির এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের অধীনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সড়কে ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ৩০০ মিটার ড্রেন, ৩০০ মিটার ফুটপাত, ১৫০ মিটার রাস্তা নির্মাণ এবং ৬০টি সড়কবাতি নির্মাণ ও স্থাপন করা হবে।
প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ভোরের আকাশ/জাআ