বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ০৬:২৪ পিএম
বরিশালে রিনিউয়েবল এনার্জি ফেস্ট
আগামী ২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষে বরিশালে রোববার সচেতনতামূলক র্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহরের শহীদ মিনার থেকে অশ্বিনী কুমার হল পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। এরপর বরিশাল রিপোর্টার্স ইউনিটি হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে প্রান্তজন, আভাস, আরোহি এবং বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরাম, সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরি। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই র্যালির মাধ্যমে আমরা সবার কাছে বার্তা পৌঁছে দিতে চাই। আগামী ২৩-২৪ এপ্রিল বুয়েটে আয়োজিত রিনিউয়েবল এনার্জি ফেস্ট-এ অংশগ্রহণের জন্য নাগরিক সমাজ, মিডিয়া প্রতিনিধি ও আগ্রহী সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রান্তজন-এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, জেটনেট-বিডি সদস্য ও আরোহির নির্বাহী পরিচালক এ টি এম খোরশেদ আলম, বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য আখতারুল কবির, প্রতিবেশ ফোরামের সদস্য সচিব অ্যাড. সুভাষ দাস। এছাড়া প্রায় শতাধিক নাগরিক, নারী নেতৃত্ব, পরিবেশকর্মী, যুবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।