টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫ ০৫:৩৮ পিএম
টঙ্গীতে দুই ভাইকে কুপিয়েছে জখম
টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়েছে একদল সন্ত্রাসী।এসময় দুর্বৃত্তরা হোটেলে ব্যাপক ভাঙচুর চালায়। মঙ্গলবার (২০ মে) রাতে মরকুন টিএনটি বাজার কুস্তরী হোটেলে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন হোটেল মালিকের দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) ও শহিদুল ইসলাম শান্ত (২৪)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা যায়, ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার মালিকানাধীন কস্তুরী হোটেলের কর্মী শহিদুল ও তারেকের সাথে রাতে কতিপয় দুষ্কৃতকারীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা ফোন করে আরও ১০ থেকে ১৫ জনকে ডেকে এনে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হোটেলে হামলা চালায়। তারা হোটেলে ভাঙচুরের পাশাপাশি হোটেল মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসআই