চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০১:১৩ এএম
চাটমোহরে কবরস্থানের সভাপতি পদে নির্বাচন, উপজেলাজুড়ে চাঞ্চল্য
পাবনার চাটমোহরে ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের পরিচালনা কমিটির সভাপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত জনপ্রতিনিধি কিংবা সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোট হওয়া স্বাভাবিক হলেও, কবরস্থান কমিটির পদে এমন নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইতোমধ্যে নির্বাচনের জন্য সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ঘোষিত হয়েছে তফসিল, জমা পড়েছে মনোনয়নপত্র এবং দুই প্রার্থী পেয়েছেন প্রতীক বরাদ্দ। এখন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার চালাচ্ছেন।
স্থানীয়দের মতে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও আংশিক জগতলা গ্রামের উদ্যোগে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। স্থানীয়ভাবে কমিটি গঠনের প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে এলাকাবাসী কবরস্থান কমিটির সভাপতি নির্বাচনে গণভোটের দাবি জানান।
এর প্রেক্ষিতে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির অধীনে তিন গ্রামের প্রতিটি পরিবারের একজন করে পুরুষ সদস্যকে ভোটার করে তালিকা প্রকাশ করা হয়। মোট ৮০০ ভোটার আগামী শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈদগাহ ময়দানে গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ভোরের আকাশ//হ.র