চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৯:০৭ পিএম
মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাগেরহাটের চিতলমারী উপজেলার মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন প্রধান শিক্ষক।
শনিবার (২৫ মে) বিকাল ৫টায় চিতলমারী প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে লিখিত ভাবে পাঠ করে শোনান উপজেলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ১৯৯৫ সাল থেকে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। শিক্ষকতাই আমার পেশা। শিক্ষকতা ও শিক্ষাঙ্গনের বাইরে আমি কোন রাজনৈতিক দলের জড়িত ছিলাম না। তবে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদ্যালয়ে উন্নতি স্বার্থে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তবে মনে প্রাণে আমি কখনো কোন দলের সাথে জড়িত ছিলাম না। এখনো নাই এবং ভবিষ্যতে থাকবো না। আমি শিক্ষকতা পেশা নিয়ে থাকতে চাই।
সম্প্রতি কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ও তাঁতী লীগের নাকি আমার নাম রয়েছে। প্রতিহিংসা মুলকভাবে কেউ আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ জিন্নাত আলী শেখ চিতলমারী সদর ইউনিয়নের ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক, সাইদুর রহমান সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিসহ অনেকে।
ভোরের আকাশ/এসএইচ