মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ১০:৫৬ এএম
মেহেরপুরে ভারতীয় পিস্তল, গুলি ও কার্তুজের খোসা উদ্ধার
মেহেরপুরে ভারতের তৈরি একটি ওয়ান শুটার পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৬ মে) ভোররাতের দিকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের কবরস্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিত্বে মেহেরপুরে অবস্থানরত সেনাবাহিনীর একটি টিম মেজর ফজলে রাব্বীর রাঁধাকান্তপুর কবরস্থানে প্রায় তিনঘন্টা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এর
মধ্যে রয়েছে ১টি ভারতীয় ওয়ান শুটার পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮ টি ১২ গেজ ব্যবহৃত কার্তুজের খোসা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত কওে জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা দিয়ে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সদর থানায় জমা দিয়েছেন।
ভোরের আকাশ/আজাসা