খুলনা ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৭:০৭ পিএম
খুলনায় কমিউনিটি এবং বিট পুলিশিং শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম আরো জোরদার করতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি কর্মশালা।
রোববার (১৮ মে) রিজিওনাল কনসালটেশনের অংশ হিসেবে নগরীর হোটেল সিটিইন সম্মেলন কক্ষে কেএমপি এবং খুলনা রেঞ্জের ৩৭ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন) মফিজ উদ্দিন আহমেদএবং বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম, পুলিশ সুপার(ট্রেনিং) এন্টি টেররিজম ইউনিট মোঃ শিরিন আক্তার জাহানসহ এটিইউ ও ইউএনওডিসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উথান সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম(এটিইউ) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা বিভাগের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য এই কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে।
পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘ মাদক ও অপরাধ সংস্থার যৌথ উদ্যোগে ইনিশিয়েটিভ অন কাউন্টারিং টেরোরিজম এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম থ্রু স্ট্রেন্দেনিং অফ কমিউনিটি এন্ড বিট পুলিশিং ম্যাকানিজম এন্ড ষ্ট্রেটেজিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এসআই