গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০২:৫৮ পিএম
১১৯ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু অসৎ উদ্দেশ্যে তার গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল মজুদ রাখেন। অবশেষে এসব চাল জব্দ করেছে প্রশাসন। এই অনৈতিক কাজের দায়ে দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক ও সংগঠন বিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কামারদহ ইউনিয়নের সদস্য সচিব মো. সাহাবুল ইসলাম সাবুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখেন।
গতকাল মঙ্গলবার (৬ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
এসময় ফাঁসিতলা বাজারে অবস্থিত সাহাবুলের গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক সাহাবুল ইসলাম সাবুকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চাল উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
ভোরের আকাশ/এসএইচ