চরফ্যাশন ( ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৯:৪৬ পিএম
চরফ্যাশনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মে) চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
জানা যায়, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারণা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন।
কর্মশালাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় প্রথম দফায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয়। দু’দিন ব্যাপি কর্মশালায় চার ইউনিয়নের ৪৮জন ইউপি সদস্য অংশ নেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কর্মশালায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী,সমাজ সেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.টিএসএম ফিদা হাসান প্রমুখ।
এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ, চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আমর