ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৩:১১ পিএম
পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ৭৭৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেনাবাহিনীর ও পুলিশের চেকপোস্ট চলাকালীন সময় সেনাবাহিনীর চেকপোস্ট অতিক্রম করে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের জনতার ও পুলিশের আরেকটি বিশেষ টিমের হাতে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ উজ্জল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ মে) সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক মো. উজ্জল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নিজ শ্রীরাম গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হেকিম ও মাতার নাম রাজিয়া খাতুন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মো. উজ্জল মিয়াকে আটক করা হয়। পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোঃ ওবায়দুর রহমান।
ভোরের আকাশ/এসএইচ