পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৫:৪৩ পিএম
পিরোজপুর সরকারি মহিলা কলেজে আনন্দ র্যালি
পিরোজপুর সরকারী মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় আনন্দে র্যালি করেছে শিক্ষক -শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ মে ) বেলা ১১টায় পিরোজপুর সরকারী মহিলা কলেজে প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারি পরিচালক নিখিল চন্দ্র হালদার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ আঞ্চলিক কেন্দ্রর প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক প্রমুখ।
অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ব্যাচে ৪ বছর মেয়াদী ওপেন স্কুল বাংলা মাধ্যমে পরিচালিত বিবিএ প্রোগ্রামে পিরোজপুর সরকারি মহিলা কলেজ স্ট্যাডি সেন্টারে অনলাইনের মাধ্যমে ভর্তি শুরু হয়েছে।
ভোরের আকাশ/আমর