নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ০১:১৩ পিএম
নাজিরপুরে নতুন ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
এস,এম সিপার : পিরোজপুরের নাজিরপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙলবার( ১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর কার্যালয় কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফজলে রাব্বি সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা প্রতিকারের আশ্বাস দেন।
আলোচনা সভায় নাজিরপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাট সহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি নাজিরপুর উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ,দৈনিক আমারদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক কে এম সাঈদ, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এস,এম সিপার দৈনিক ভোরের আকাশ দৈনিক যুগান্তরর প্রতিনিধি এইচ. এম লাহেল মাহমুদ, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ আকরাম আলী ডাকুয়া দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. আল-আমিন হোসাইন, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি উথান মন্ডল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সঞ্জীব কুমার রায়, দৈনিক সংবাদ প্রতিনিধি সফিউল ইসলাম সোহেল , দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ জাহিদ, দৈনিক এস টিভি প্রতিনিধি মো, শফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মাজেদুল ইসলাম রাসেল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. হাসান, প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, এ উপজেলায় যে কোন সমস্যা আপনারা আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। কোনো সমস্যা হলে আমাকে অবগত করলে তা স্পট সমাধানে আমি চেষ্টা করব।
৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা নাজিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। নাজিরপুর উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। উন্নয়ন কর্ম কান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সরকারি নিয়ম-নীতির মধ্যে নাজিরপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।