চলনবিল প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৫৮ পিএম
রায়গঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণীদের নিয়ে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন পার্টনার স্কুল বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ।
উপ-সহকারী কৃষি অফিসার মো. শাকিলুর রহমান শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসালম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বক্তারা অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ