মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ০৯:৩২ এএম
মনোহরদীর হাতিরদিয়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাতিরদিয়া কলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, হাতিরদিয়া কলা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ কাজ করছিলেন রসুলপুর গ্রামের চান মিয়ার ছেলে জজ মিয়া নামে এক ব্যক্তি। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে সেখানে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। কাজ বন্ধ না করে চালিয়ে যাওয়ায় পুনরায় লিখিতভাবে তাকে নিষেধ করা হয়। তারপরও তিনি নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে জায়গাটি উন্মুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, স্থাপনাটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল। অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন নরসিংদী জজ আদালতের সরকারি প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হান্নান, মনোহরদী থানা পুলিশসহ স্থানীয় নেতারা।
ভোরের আকাশ/এসএইচ