ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ০৫:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ জব্দ করেছে যৌথ বাহিনী। শনিবার সকালে পৌর এলাকার দাতিয়ারায় অভিযান চালিয়ে মোট ১ হাজার ৪৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোফাজজর হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় সন্দেহজনক একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেওয়া হয়। পিকআপভ্যানটি না থামিয়ে মহাসড়ক থেকে দ্রুতগতিতে পৌর এলাকার ভেতরে প্রবেশ করে। ধাওয়া করে দাতিয়ারা এলাকা থেকে পিকআপভ্যানটিকে আটক করা হয়। পরে গাড়ির ভিতর তল্লাশি করে বস্তার ভেতর থেকে হাজারের অধিক বিভিন্ন প্রকারের ভারতীয় মদ জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকা।
তিনি বলেন, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ