প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৬:৩০ পিএম
দীর্ঘদিন ধরে নদীর চর কেটে মাটি বিক্রি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন এলাকায় চরের মাটি কেটে বিক্রি করে আসছে মাটি দস্যুরা। অভিযোগের ভিত্তিতে প্রশাসন মাঝেমধ্যে লোক দেখানো দুয়েকটি অভিযান করে থাকলেও থেমে থাকেনা চর কাটা। এনিয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়ছে।
জানা গেছে, উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, সাহেবগঞ্জ মেরী ও ফকিরগঞ্জ নরেঙ্গবাদ, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া, ফুলহার, রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর বড়দহ ব্রিজ এলাকা ও মহিমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ করতোয়া নদীর চর কেটে বিক্রি করে আসছে মাটি খেকোরা। মাটি খেকোরা অবাধে মাটি কেটে বিক্রি করলেও তা যেন দেখার কেউ নেই। মাঝেমধ্যে দুয়েকটি লোক দেখানো অভিযান চালিয়ে থাকে প্রশাসন। কিন্তু কাজের কাজ কিছু হয়না।
এসব অবৈধ যানবাহন ড্রাম ট্রাক ও ট্রাক্টরে ভারি মাটি পরিহনের কারণে গ্রামীণ রাস্তা দেবে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে অন্যান্য যানবানসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তিসহ বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর স্থায়ী বাসিন্দা মো. মুন্টু শেখ বলেন, প্রশাসন তো ঠিকমত এদিকে আসেনা। তবে আপনারা যখন প্রশাসনকে ফোন দিয়ে বিরক্ত করেন তখন তারা বাধ্য হয়ে অভিযান পরিচালনা করে থাকে।
ফকিরগঞ্জ নরেঙ্গবাদ এলাকার আরেক মাটি ব্যবসায়ি মাহবুর রহমান বলেন, নদীর মধ্যে তাদের জমি ছিল। সেখান থেকে তারা প্রতিবছর মাটি কেটে বিক্রি করে থাকে। অন্যান্য এলাকায় মাটি কাটা হলেও তো আপনাদের (সাংবাদিক) নজরে পড়েনা।
গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা বলেন, অজ্ঞাত কারণে প্রশাসন নীরব রয়েছে। প্রশাসনের তদারকির অভাবে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়িরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। খোলা পরিবহনে রাস্তায় পড়ে মাটি ধূলাবালির সৃষ্টি হয়। এতে পরিবেশের বিপর্যয়ের সৃষ্টি হয়। ফলে মানুষের সর্দি কাশিসহ নানা রোগবালাই লেগে থাকে। তাছাড়া গ্রামীণ সড়কে ভারি মাটি পরিবহনে রাস্তা-ঘাট দেবে গিয়ে ফেঁটে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামীণ রাস্তা-ঘাট রক্ষাসহ পরিবেশ রক্ষায় এসব অবৈধ মাটি পরিরহন বন্ধ করার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি। ভোরের আকাশ/এসআই
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সাংবাদিকের কাজ রিপোর্ট সংগ্রহ করে রিপোর্ট (নিউজ) করা। কেউ মাটি কেটে বিক্রি করে থাকলে নিউজ করেন। তিনি আরও বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/এসআই