গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫ ১২:২০ পিএম
এক মোটরসাইকেলে চারজন, ট্রাকচাপায় প্রাণ গেলো ২ জনের
এক মোটরসাইকেলে যাচ্ছিলেন চার যুবক। ট্রাকের চাপায় একই সঙ্গে প্রাণ গেলো দুই জনের। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অপর দুইজন। গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো।
নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২২) ও একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)। আহতরা হলেন- শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে সাড়ে ১০টার দিকে চার যুবক একটি মোটরসাইকেলে করে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজারস্থ ব্রিজের ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কৌশিক ও শ্রাবণ নামে দুই যুবকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে। আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভোরের আকাশ/আজাসা