গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৫:৩৮ পিএম
পলাশবাড়ীতে টিসিবির পণ্য উদ্ধার, গ্রেফতার ১
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় টিসিবির পণ্য ৫৭ বোতল (১১৪ লিটার) তেল, ১৫৭ কেজি মসুর ডাল ও ৭৫ কেজি চিনিসহ বহনকারী ১টি অটোরিকশা আটক করে স্থানীয় জনতা। এ ঘটনায় অটোরিকশা চালক সৌরভকে (৩০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো।
এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত সৌরভ উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সরকারি টিসিবির পণ্য বিতরণের নামে দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ মানুষের হক নষ্ট করে আসছে। শনিবার দিবাগত রাতে টিসিবির পণ্যবাহী অটো রিকশাটি আটক করে জনতা প্রশাসনকে খবর দেয়।
বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, এ ঘটনায় আজ রবিবার দুপুরে জড়িত অটোরিকশা চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ