মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৯:০৬ পিএম
মৌলভীবাজার হিলালপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই নারী আটক
মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় পীর আজাদের বাসা থেকে দুই নারীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩ টার দিকে মৌলভীবাজার শহরতলীর মৌলভীবাজার-সিলেট রোর্ডের হিলালপুর এলাকায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, হত্যাসহ একাধিক মামলার আলোচিত আসামি আজাদুর রহমান পীর আজাদের বাসার ভেতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ পীর আজাদের মা ফাতই বিবি ও বোন মনি বেগমকে আটক করে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীর আজাদের বাসা থেকে অভিযান চালিয়ে দা, বটি, চাইনিজ কুড়াল, রাম দা, কিরিসসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ