মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ০৪:৫৭ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কে পেঁয়াজবাহী যানজটে দুর্ভোগ
ফরিদপুরের মধুখালীর বিভিন্ন হাটে ব্যাপক হারে পেঁয়াজ আনছেন কৃষকরা। এতে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী অংশে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
শুক্রবার সকালে মধুখালী পৌর সদরের প্রধান পাইকারি হাটে পেঁয়াজ বিক্রির জন্য উপজেলার বাগাট, নওপাড়া, কোরকদী, মেগচামী, জাহাপুর, রায়পুর, কামালদিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা ভিড় করেন। পেঁয়াজের বাজারে হঠাৎ দাম বাড়ায় কৃষকরা ঘরে রাখা পেঁয়াজ বিক্রির জন্য হাটে আনছেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই যানজটে যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক আটকে থাকে।
পাইকাররা জানান, প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। কয়েক দিন আগেও দাম ছিল ১ হাজার ২০০ টাকার নিচে।
মধুখালী বাজারের আড়ৎদার মো. আতিয়ার মোল্যা বলেন, ঈদের আগে প্রচুর পেঁয়াজ আমদানি হলেও দাম ছিল কম। এখন দাম বাড়ায় কৃষকরা পেঁয়াজ বাজারে আনতে শুরু করেছেন। এতে তারা লাভবান হবেন।
পেঁয়াজ বিক্রিতে আসা বাবু মিয়া জানান, প্রথম দিকে প্রতি মণে ১ হাজার ২০০ টাকা খরচ করে যে দাম পাচ্ছিলাম না, এখন ভালো দাম পেয়ে খুশি।
আড়পাড়া গ্রামের কৃষক মো. মনিরুল বলেন, দাম যদি এভাবে থাকে, তাহলে আমরা কৃষকেরা কিছুটা লাভ করতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব ইলাহী জানান, ২০২৪-২৫ মৌসুমে মধুখালীতে মোট ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে মুড়িকাটা, দানা ও হালিসহ সব ধরনের পেঁয়াজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫০ হেক্টর বেশি।
ভোরের আকাশ/এসএইচ