ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৪:১০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাসী হামলায় দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মো. মাঈনুদ্দিন রুবেল আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। রুবেল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক রুবেল জানান, উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিস্কৃত নেতা মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়া উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত ছিলেন। শুক্রবার রাতে তাদের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালায়। হামলার সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ