পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ০৪:৩৩ পিএম
পিরোজপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সহ সভাপতি আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম। সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন হাসান হাওলাদার।
এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম।
ভোরের আকাশ/এসএইচ