পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১২:০৭ পিএম
মাটিতে কাঁদছিল শিশুকন্যা, আড়ায় ঝুলছিল মায়ের মৃতদেহ
বরগুনার পাথরঘাটায় সিনথিয়া (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা হাসপাতালের দক্ষিণে সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শ্বশুরবাড়ি থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ ইয়াকুব আলী। সিনথিয়া পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ আলিফের মেয়ে। সিনথিয়ার চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় সিনথিয়ার স্বামী হাসিব ও শ্বশুর জাকির শিকদারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে হাসিব ও সিনথিয়ার বিয়ে হয়। শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও সম্প্রতি দাম্পত্য কলহ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী গৃহবধূ জানান, সন্ধ্যায় সিনথিয়ার চার মাসের শিশুকন্যার কান্না শুনে তারা বাড়িতে যান। সেখানে গিয়ে দরজা খুলে দেখতে পান, সিনথিয়ার মেয়েটি মাটিতে শুয়ে কাঁদছে আর সিনথিয়া গলায় ফাঁস দিয়ে আড়ার সাথে ঝুলছে।
সিনথিয়ার বাবা জানান, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। তিনি মেয়ের হত্যার বিচার দাবি করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ ইয়াকুব আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিনথিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিনথিয়ার স্বামী হাসিব ও শ্বশুর জাকিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ