বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ০৬:০৪ পিএম
ঈদকে সামনে রেখে পুলিশ ও র্যাবের অতিরিক্ত নজরদারি
ঈদ উল ফিতরকে সামনে রেখে বরিশাল মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারির পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ অতিরিক্ত প্রায় ৩০০ সশস্ত্র পুলিশ নিয়োগ করা হয়েছে। মহানগরীর সবগুলো বাণিজ্যিক এলাকার বিপণিবিতানসহ নারী ও শিশু সমাগমের বাণিজ্যিক এলাকাগুলোতে পোশাকধারী ১০০ আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ এসব ফোর্স শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তার দায়িত্বে থাকছে। পাশাপাশি মহানগরীর ৪টি থানা এলাকায় দিনরাত টহল নিশ্চিত করতে পুলিশের সহকারী কমিশনার থেকে উপ-কমিশনারবৃন্দ মাঠ পর্যায়ে তদারকি করছেন। একইসাথে র্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছে। গোয়েন্দা নজরদারি সহ পরিপূর্ণ টহলও অব্যাহত রয়েছে।
রোববার এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ভোরের আকাশকে বলেন, আমরা অতীতের মত আসন্ন ঈদ উল ফিতরেও নগরীর প্রতিটি মানুষের স্বাচ্ছন্দ্যে চলাফেরা এবং অজ্ঞান পার্টির হাত থেকে রক্ষা করাসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ ফোর্স মাঠে রয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশের সহায়ক শক্তি হিসেবে আর্মড পুলিশও মাঠে কাজ করছে। নগরবাসীর নিরাপত্তায় কোনো ঘাটতি হবে না বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি গণমাধ্যমসহ সমাজের সবার সহযোগিতাও কামনা করেছেন।
র্যাব-৮ সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, বরিশাল মহানগরীসহ পুরো দক্ষিণাঞ্চলের ৮টি জেলাতেই র্যাবের সক্রিয় নজরদারির পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এমনকি সারা দেশ থেকে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরো দক্ষিণাঞ্চলের সবগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়কেও র্যাবের টহল অব্যাহত থাকার কথা জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ