কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ০৩:৫১ পিএম
কাপাসিয়ায় বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার লোকসান
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে লিপু স্টোর নামে একটি বড় পাইকারি মুদি দোকানের দোতলা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।
আজ শুক্রবার বাজারের মুদি দোকানি উত্তম সাহা জানান, লিপু স্টোর কাপাসিয়া বাজারের অন্যতম বড় পাইকারি দোকান। দোকানটির মালিক প্রদুল বর্ধন উপজেলার বিভিন্ন বাজারে ভোগ্যপণ্য সরবরাহ করে থাকেন।
তিনি আরও জানান, দুদিন আগে দোকানের দোতলার টিনের বেড়া কেটে চুরির চেষ্টা হয়েছিল। এরপর দোকানে নিরাপত্তা বাড়াতে টিনের ভেতরের দিকে গ্রিল লাগানোর কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, গ্রিল ঝালাইয়ের সময় কোনো স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মো. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের উৎপত্তি হয়েছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।
ভোরের আকাশ/এসএইচ