চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৫:২৬ পিএম
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
বন্দরনগরী চট্টগ্রামের এমএম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১৮ মে) দুপুরে নগরের মোহাম্মদ আলী সড়কের বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৭ মে) দিবাগত রাতের ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার পূর্ব গোলমগরা এলাকার নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, শনিবার রাতের বৃষ্টির পর মেট্রোপলিটন হাসপাতালের পাশের ওই ভবনের নিচে পানি জমে যায়। এই জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন। উদ্ধারকর্মীরা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ভোরের আকাশ/এসআই