মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ০৩:২৫ পিএম
মনোহরগঞ্জে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক এতিম ও গরিব শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ফোরামের মনোহরগঞ্জ বাজারস্থ কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম, খিলা ইউনিয়নের জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. মাসুদুর রহমান, উপজেলা সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান এবং ফাতেমাতুজ্ যোহরা মহিলা মাদরাসার মোহতামিম মাওলানা মো. শরিফ উদ্দিন প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ