চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৯:১৪ এএম
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আমেনা খাতুন (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আমেনা খাতুন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মল্লিকপুর নাড়ীপোতা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে তিনদিন আগে জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে নানা ওয়াজেদ আলীর বাড়িতে বেড়াতে আসে। আমেনা খাতুন কালিগঞ্জের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নানাবাড়ির পাশে মানিকপুর ডোবায় গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। বেলা ৩ টার দিকে একই গ্রামের পিয়াস ডোবায় গোসল করতে নামলে আমেনা খাতুনের মৃত দেহ তার পায়ে লাগে। পরে স্থানীয়রা ডোবা থেকে আমেনা খাতুনের মৃতদেহ উপরে তুলে আনেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করননি।
ভোরের আকাশ/আজাসা