গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৫:৪১ পিএম
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ দু্র্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি বাদশা আলম। নিহতরা হলেন, কামালের পাড়া গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) ও একরামুল হকের ছেলে মোশারফ হোসেন (২৫)।
স্বজনরা জানায়, ওই সময় মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিস্কার করছিলেন। এরপর অন্য একটি ঘরের চালায় পা রাখলে বিদ্যুতায়িত হন তিনি । এ সময় তার চাচা আফজাল ও মোশারফ তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/এসএইচ