ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১২:৫৮ পিএম
ফরিদপুরে বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু, আহত ৩০
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলা সদরের বাখুন্ডায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোবায়দা-করিম জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জোয়াদ সরদার (৭০), ঈমান সরদার (২২), ভারতী সরকার (৪০), মোহাম্মদ আজিবর (৪৫), আলম (৪৫), দীপা খান (৩৪) ও ফজিরন নেছা (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস বাখুন্ডা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে উক্ত দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ৭ জনকে মৃত অবস্থায় এবং বাকিদের আহত অবস্থায় উদ্ধার করি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন তারা।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসে ৪০ জনের মতো যাত্রী ছিলো। এতে প্রায় সবাই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ভোরের আকাশ/এসএইচ